টাটা স্টিল কলকাতা ২৫ কিমি ম্যারাথন শীঘ্রই শুরু হতে চলেছে। এই ম্যারাথনে অংশগ্রহণকারীদের সারা মিলছে ব্যাপক। ভারতের অন্যতম বৃহৎ ও প্রধান ক্রীড়া ইভেন্ট। এই বছরের সংস্করণের কাউন্টডাউন শুরু হল একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ “ভাইচুং’স ১০” দিয়ে। ভারতের ফুটবল আইকন বাইচুং ভুটিয়া নয়জন ভাগ্যবান অংশগ্রহণকারীদের সঙ্গে একটি পাঁচ জনের দলের প্রদর্শনী ম্যাচ খেললেন।
“বাইচুং’স ১০’-এর নেতৃত্ব দেওয়া এবং টাটা স্টিল বিশ্ব ২৫ কিমি ম্যারাথন কলকাতার দশম বার্ষিকী উদযাপনের সূচনা করা আমার জন্য সৌভাগ্যের। আজ আমি যে শক্তি দেখেছি তা সত্যিই কলকাতার মানুষের একাত্মবোধকে আরও একবার প্রমাণ করল। জীবনের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত হতে দেখে মনে পড়ে গেল কেন এই শহর ভারতের ক্রীড়ার হৃদয়। আমি সকলকে রেজিস্ট্রার করতে, অংশগ্রহণ করতে এবং এই ঐতিহাসিক সংস্করণটিকে অবিস্মরণীয় করে তুলতে অনুরোধ করছি,” বলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি বাইচুং ভুটিয়া। এছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন টাটা স্টিল কলকাতা ২৫ কিমি ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর (ইন্টারন্যাশনাল ইভেন্ট অ্যাম্বাাসাডর) হিসেবে কেনি বেডনারেক। মাত্র ২৭ বছরেই অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন ‘কুং ফু কেনি’। এবং ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

