দুবাইতে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান ‘তেজস’

দুবাই ও নয়াদিল্লি : এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার দুপুরে দুবাইয়ের আল মাকতৌম আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ল ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টো ১০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। দুর্ঘটনার কারণ খুঁজতে আইএএফ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

‘হিন্দুস্তান এরোনটিক্‌স লিমিটেড’ (হ্যাল)-এর তৈরি যুদ্ধবিমানটি তেজস ‘এয়ার শো’-এ উপস্থিত জনতার সামনে নিজের উড়ানের দক্ষতা দেখাচ্ছিল। সেই সময়েই ভেঙে পড়ে বিমানটি। রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’-এর তৈরি ‘তেজস’ বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান।

তেজস একটি একক ইঞ্জিনযুক্ত, বহু কার্যক্ষমতাসম্পন্ন (মাল্টিরোল) দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান। এর আধুনিকতম সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ নাসিকে হ্যাল-এর কারখানায় তৈরি হচ্ছে। এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি, দু’টি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =