এক দিনের ‘মৌন উপবাস ব্রত’ পালন প্রশান্ত কিশোরের

পাটনা : প্রথম প্রয়াসে সফলতা মেলেনি। নতুন করে প্রচেষ্টা শুরু করার আগে এক দিনের ‘মৌন উপবাস ব্রত’ পালন করছেন প্রশান্ত কিশোর ( পি কে)।

পাটনায় যে দিন বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমার দশম বার শপথ নিলেন, সে দিনই পশ্চিম চম্পারনের ভিতিহরওয়া গান্ধী আশ্রমে উপবাসে বসেছেন জন সুরজ পার্টির নেতা পি কে। তাঁর সঙ্গী হয়ছেন দলের অন্য নেতারা। এই আশ্রম থেকেই ২০২২ সালের অক্টোবরে ‘বিহার বদলাও যাত্রা’ শুরু করেছিলেন প্রাক্তন ভোট-কুশলী পি কে, যে যাত্রা শেষ হয়েছে এ বার ভোটের সময়ে অক্টোবরে।

জন সুরজের রাজ্য সভাপতি মনোজ ভারতীর কথায়, আমাদের তিন বছরের চেষ্টা সফল হয়নি। নতুন সঙ্কল্প নিয়ে আবার আমরা ময়দানে নামব, তার আগে এই উপবাস কর্মসূচি। বিধানসভায় আমাদের প্রতিনিধি থাকছে না কিন্তু তার মানে আমাদের তোলা প্রশ্নগুলো মিথ্যা হয়ে যাচ্ছে না। বিধানসভার বাইরে থেকেই বিরোধী দলের ভূমিকা পালন করব, বিহারের মানুষের মূল সমস্যা নিয়ে লড়াই চালাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =