হাসিনাকে ফাঁসির সাজা, শান্তি বজায় রাখতে বললেন বিচারপতি

ঢাকা : বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করল। হাসিনাকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক ট্রাইবুনাল। এক, উস্কানি দেওয়া। দুই, হত্যার নির্দেশ এবং তিন, দমনপীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা। হাসিনাকে সোমবার মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়ে আদালতকক্ষ। বিচারপতি সকলকে শান্ত হতে অনুরোধ করেন।

শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইবুনাল। অপর অভিযুক্ত প্রাক্তন পুলিশকর্তা আল-মামুন। কিছু ক্ষেত্রে ক্ষমা প্রদর্শন করে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মহম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মহম্মদ মোহিতুল হক এনাম চৌধুরীর ট্রাইব্যুনালের সেই রায় সরাসরি সম্প্রচারিত হয় এদিন।

ঢাকা জুড়ে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। রবিবার রাত থেকেই বিক্ষিপ্ত ভাবে অশান্তি হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। গাড়ি, অ্যাম্বুল্যান্স, বাসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। হয়েছে একাধিক ককটেল বিস্ফোরণ। পরিস্থিতি সামাল দিতে ঢাকার পুলিশ কমিশনার দুষ্কৃতীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =