নয়াদিল্লি : সৌদি আরবের মদিনার কাছে ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে বাসের ধাক্কায় আগুন লেগে বহু তীর্থযাত্রী পুড়ে মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের অধিকাংশই ভারতের নাগরিক এবং তাঁদের মধ্যে বেশ কয়েক জন হায়দরাবাদের বাসিন্দা। অন্তত ৪২ জন ভারতের নাগরিক বলে জানা যাচ্ছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, রিয়াধে অবস্থিত দূতাবাস এবং জেড্ডার কনস্যুলেট পুরোপুরি সহযোগিতা করছে। এক্স হ্যান্ডেলে তিনি জানান, দুর্ঘটনার কবলে পড়া ভারতীয়দের রিয়াধের দূতাবাসের তরফে সব রকমের সাহায্য করা হচ্ছে ৷ ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রতিটি ভারতীয় পরিবারের পাশে আমরা আছি ৷ যাঁরা স্বজন হারালেন তাঁদের প্রতি আমার গভীর সমাবেদনা রইল ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷
উল্লেখ্য, মক্কা থেকে মদিনা যাচ্ছিল পুণ্যার্থীদের বাসটি। সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪২ জনের। মৃতদের মধ্যে একাধিক মহিলা ও শিশু রয়েছে। এখনও অবধি যা খবর, ২০ জন মহিলা, ১১ জন শিশু–সহ কমপক্ষে ৪২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, যখন সেই দুর্ঘটনা ঘটে, বেশির ভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।

