আফগানিস্তানের রাস্তায় খাবার বিক্রি করছেন সাংবাদিক!

রাস্তায় খাবার বিক্রি করছেন সাংবাদিক! এ দৃশ্য আর কোথাও নয়, তালিবানশাসিত আফগানিস্তানের (Afghanistan) । কবীর হাকমল এক টুইটার গ্রাহক সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন নেটমাধ্যমে। সেখানে সাংবাদিকের দু’টি ছবি দিয়েছেন তিনি। একটি তালিবান ক্ষমতায় আসার আগে। আর দ্বিতীয় তালিবানশাসিত আফগানিস্তানের। এই ছবিই বলে দিচ্ছে, তালিবানশাসিত আফগানিস্তানে অর্থনীতি, রোজগার এবং চাকরির কী দুর্দশা।

সাংবাদিকে নাম মুসা মহম্মদি। আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের আমলে সাংবাদিকতার কাজ করতেন তিনি। ভাল উপার্জন করতেন। অনেক দিন ধরেই সাংবাদিকতার পেশার সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু সেই পেশা ছেড়ে ফল বিক্রি করার কথা স্বপ্নেও ভাবেননি মুসা। শুধু মুসা কেন, তাঁর মতো আরও অনেক মেধাবী এবং উচ্চপদস্থ কর্মীর একই দশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 7 =