কলকাতা : সোমবারই লালকেল্লার সামনে বিস্ফোরণ হয়েছে। মারা গিয়েছেন বহু মানুষ। তারপরে কলকাতাতেও নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। ভারতীয় দলের জন্য লালবাজারের কাছে বাড়তি সুরক্ষা চেয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলও।
এই গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে নিরাপত্তায় যাতে কোনওরকম ফাঁকফোকর না থাকে, তা সুনিশ্চিত করা হচ্ছে। পুলিশ কমিনশনার মনোজ ভার্মা মঙ্গলবার বিকেলে ইডেনে পৌঁছন। তিনিই জানিয়েছিলেন দুই দলের জন্যই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
যেহেতু দিল্লিতে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেই কারণেই হঠাৎ হঠাৎ নাকা চেকিংয়ের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। সূত্রের খবর আধিকারিকদের নিয়ে লালবাজারে পুলিশ কমিশনারের ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

