পাটনা : বিহারে সুষ্ঠুভাবেই সম্পন্ন হলো বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৬৭.১৪ শতাংশ।
জেলাভিত্তিক ভোটের শতাংশ
গয়া: ৬৭.৫০ শতাংশ
কিষাণগঞ্জ: ৭৬.২৬ শতাংশ
জামুই: ৬৭.৮১ শতাংশ
পূর্ণিয়া: ৭৩.৭৯ শতাংশ
আরারিয়া: ৬৭.৭৯ শতাংশ
ঔরঙ্গাবাদ: ৬৪.৪৮ শতাংশ
বাঁকা: ৬৮.৯১ শতাংশ
কৈমুর (ভাবুয়া): ৬৭.২২ শতাংশ
পশ্চিম চম্পারণ: ৬৯.০২ শতাংশ
আরওয়াল: ৬৩.০৬ শতাংশ
সুপৌল: ৭০.৬৯ শতাংশ
রোহতাস: ৬০.৬৯ শতাংশ
পূর্ব চম্পারণ: ৬৯.৩১ শতাংশ
শেওহর: ৬৭.৩১ শতাংশ
জেহানাবাদ: ৬৪.৩৬ শতাংশ
কাটিহার: ৭৫.২৩ শতাংশ
নওয়াদা: ৫৭.১১ শতাংশ
সীতামরি: ৬৫.২৯ শতাংশ
ভাগলপুর: ৬৬.০৩ শতাংশ
মধুবনী: ৬১.৭৯ শতাংশ
বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফায় রাজ্যের ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে ১২২টিতে এদিন সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এই ধাপে ২০টি জেলায় প্রায় ১,৩০২ জন প্রার্থীর ভাগ্য ইভিএম-বন্দি হয়। জেলাগুলির মধ্যে ছিল পূর্ব এবং পশ্চিম চম্পারন, সীতামরি, মধুবনী, কিষাণগঞ্জ এর মতো নেপাল সংলগ্ন সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলিও। ভোটগ্রহণ পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, এর আগে গত ৬ নভেম্বর বিহারে প্রথম দফার ভোটগ্রহণ হয়। আগামী ১৪ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।

