মুম্বই-কলকাতা স্পাইসজেট উড়ানে মাঝ আকাশে ইঞ্জিনে ত্রুটি, যাত্রীরা সুরক্ষিত

কলকাতা : মুম্বই-কলকাতা স্পাইসজেট উড়ানে বিপত্তি। মাঝ আকাশে ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি। তবে বিমানবন্দর সূত্রে খবর, রবিবার রাত ১১:৩৮ মিনিটে বিমানটি নিরাপদে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটিতে ১৭০ জন যাত্রী ছিলেন। তারা প্রত্যেকেই সুরক্ষিত আছেন।

রবিবার রাতে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করেছিল স্পাইসজেট ফ্লাইট এসজি৬৭০।

বিমানবন্দর সূত্রে খবর, কলকাতামুখী ওই স্পাইসজেট ফ্লাইটের একটি ইঞ্জিনে যান্ত্রিক গোলমাল নজরে আসে পাইলটের। পরে মাঝআকাশে বিকল হয়ে যায় ইঞ্জিনটি। পাইলট এটিসি-কে ইঞ্জিনে ত্রুটির বিষয়টি জানান এবং জরুরি অবতরণের অনুমতি চান। তারপর নিরাপদে অবতরণ করে বিমানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =