বিহারে মঙ্গলে দ্বিতীয় দফার ভোট, ভাগ্যপরীক্ষা ১,৩০২ জন প্রার্থীর

পাটনা : বিহারে মঙ্গলবার, ১১ নভেম্বর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা অন্তিম দফার ভোটগ্রহণ। এই দফায় বিহারের ২০টি জেলার ১২২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মোট প্রার্থীর সংখ্যা ১,৩০২। তার মধ্যে ১৩৬ জন মহিলা প্রার্থী। ১,৩০২ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৩.৭০ কোটিরও বেশি ভোটার।

বিহারের এই ২০টি জেলায় সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। ভোটগ্রহণ পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। বিহারে এর আগে গত ৬ নভেম্বর প্রথম দফার ভোটগ্রহণ হয়। ওই দিন রেকর্ড পরিমাণে ভোট পড়েছিল। আগামী ১৪ নভেম্বর বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + nineteen =