পথকুকুর নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : পথকুকুর নিয়ে বিতর্কের মাঝেই এ বাপারে ফের বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, খেলার মাঠের মতো জায়গাগুলি একেবারে পথকুকুরমুক্ত করতে হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশ, সেগুলোর নিজস্ব আশ্রয়স্থলে পাঠিয়ে দিতে হবে পথকুকুরগুলিকে। আগামী আট সপ্তাহের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে বলে নির্দেশ শীর্ষ আদালতের। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে এলাকা থেকে পথকুকুরদের আশ্রয়স্থলে পাঠানো হবে, ওই এলাকায় আর ফেরানো যাবে না।

প্রসঙ্গত, দিল্লির রাস্তায় এক তরুণীকে হামলা করেছিল একদল পথকুকুর। সেই ঘটনার পর সোজা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। অভিযোগ, কুকুরের হামলায় শুধু শরীরে নয়, তাঁর মনে ও জীবনেও গভীর ক্ষত তৈরি হয়েছে। তাই পুরসভার কাছে তিনি ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করেন। দেশজুড়ে পথকুকুরদের নিয়ে বিতর্কের মাঝেই সামনে আসে এই ঘটনা।

উল্লেখ্য, ২০২৩ সালে বিচারপতি বিনোদ এস. ভরদ্বাজের নেতৃত্বে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ১৯৩টি একই ধরনের মামলার ভিত্তিতে এই ক্ষতিপূরণের নিয়ম তৈরি করেছিলেন। সেই নির্দেশিকায় বলা হয়, শুধু কুকুর নয়, গরু, ষাঁড়, গাধা বা অন্য কোনও প্রাণী হামলা করলেও একইভাবে ক্ষতিপূরণ দিতে হবে। সবার নজর ছিল আদালতের পরবর্তী রায়ের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 17 =