ফের টি-২০ বিশ্বকাপের আসর বসতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। ফলে ক্রিকেট মহলে যেমন উচ্ছ্বাস, তেমনই সিএবি-তেও খুশির হাওয়া। সৌরভ গঙ্গোপাধ্যায় সভাপতি হওয়ার পর ফের ইডেনে বিশ্বকাপ ফিরছে—এই খবর রাজ্যের ক্রিকেটপ্রেমীদের কাছে বাড়তি আনন্দের। উল্লেখ্য, সৌরভ প্রথমবার সিএবি সভাপতি হওয়ার সময়ও ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ইডেনেই। ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপ চলাকালীন সিএবি-র দায়িত্বে ছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
মহিলাদের বিশ্বকাপের ম্যাচ হয়েছিল ইন্দোর, বিশাখাপত্তনম, গুয়াহাটি ও নভি মুম্বইয়ে, আর পাকিস্তানের ম্যাচগুলি আয়োজন করা হয়েছিল কলম্বোয়। এবারের পুরুষদের টি-২০ বিশ্বকাপে ভারতের পাঁচটি স্টেডিয়াম ও শ্রীলঙ্কার দুটি মাঠকে বেছে নেওয়া হয়েছে বলে সিএবি সূত্রে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, যদি শ্রীলঙ্কা বা পাকিস্তান সেমিফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচ হবে কলম্বোয়। অন্যথায় দুটি সেমিফাইনালই আয়োজিত হবে ভারতে। ফাইনালের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য—পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচ হবে কলম্বোয়, না হলে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
সেই কারণেই আমেদাবাদকে প্রথম পছন্দ হিসেবে রাখা হলেও, বিকল্প হিসেবে কলম্বোকে প্রস্তুত রাখা হবে। ভারতের মধ্যে কলকাতা ছাড়াও মুম্বই, চেন্নাই ও দিল্লিতে ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও আইসিসি এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করেনি, তবে দুবাইয়ে আগামী বোর্ড মিটিংয়ে বিষয়টি চূড়ান্ত হবে বলে জানা গেছে। এরপরই জানা যাবে, কোন শহরে কোন ম্যাচ হবে। ২০১৬ সালে ভারতের মাটিতে শেষবার টি-২০ বিশ্বকাপ আয়োজন হয়েছিল।
সেবার ইডেন গার্ডেন্সেই হয়েছিল ফাইনাল, দিল্লি ও মুম্বইয়ে হয়েছিল সেমিফাইনাল। নাগপুর, মোহালি, ধরমশালা ও বেঙ্গালুরুও সেবারে আয়োজনের সুযোগ পেয়েছিল। তবে এবার বেঙ্গালুরু বাদ যাচ্ছে। এবারের আসরে মোট ২০টি দল অংশ নেবে। ২০২৩ সালে পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল হয়েছিল আমেদাবাদে, আর এবার আবারও সেই শহরই থাকবে মূল কেন্দ্রে, সঙ্গে কলকাতার ইডেন ফের পাবে বিশ্বমঞ্চের আলো।

