জাতীয় মঞ্চে ফের উজ্জ্বল বাংলার ফুটবল। দীর্ঘ দশ বছর পর সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাংলা। বৃহস্পতিবার পাঞ্জাবের অমৃতসরের শ্রী গুরু হর গোবিন্দ সাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দিল্লিকে ৩-০ গোলে হারালো বাংলা। এদিনও হ্যাটট্রিক করে বাংলাকে জেতালেন সাগ্নিক কুণ্ডু। বাংলার কোচ গৌতম ঘোষ এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন ফুটবলারদের। আইএফএ সচিব অনির্বাণ দত্ত চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন। সন্তোষ ট্রফিতে সাফল্য দিয়ে বছর শুরু হয়েছিল বাংলার ফুটবলের। বছরের শেষদিকে সাব জুনিয়র জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন খেতাব পূর্ণতা দিল সাফল্যে।

