কলকাতা : আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল ৪৯তম কলকাতা বইমেলার দিনক্ষণের। একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানান হল, ২২ জানুয়ারি (২০২৬)-এ মেলার উদ্বোধন। মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেক করুণাময়ীর বইমেলা প্রাঙ্গনেই হবে বইমেলা। এই প্রথম থিম কান্ট্রি হল আর্জেন্টিনা। উল্লেখ্য, এবারও মেলায় থাকছে না বাংলাদেশ প্যাভিলিয়ন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশু শেখর দে। এছাড়াও ছিলেন কলকাতার আর্জেন্টিনা দূতাবাসের দুই প্রতিনিধি-সহ বিশিষ্টজনেরা। সকলের সামনে বইমেলার থিম কান্ট্রির লোগো উদ্বোধন হল এদিন।
এছাড়াও জানানো হয় এবারের থিম কান্ট্রি আর্জেন্টিনা। ভিক্টোরিয়া ওকোম্পো-রবীন্দ্রনাথ সম্পর্কের জোরে ভারত তথা বাংলার সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক শক্তপোক্ত। ত্রিদিব এবং সুধাংশু ফুটবলের সূত্রে আর্জেন্টিনার সঙ্গে বাংলার সম্পর্কের কথাও উল্লেখ করেন।
বলা বাহুল্য সেই সম্পর্কের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার ছিলেন ফুটবলের রাজপুত্র অকাল প্রয়াত দিয়োগো আরমান্দো মারাদোনা। কাকতালীয়ভাবে তাঁর যোগ্য উত্তরসূরি লিওনেল মেসি আগামী ডিসেম্বের মাসে ভারত সফরে বাংলার মাটিতে পা রাখবেন।

