কলকাতা : বলিউড কিং শাহরুখ খানের রবিবার ৬০-তম জন্মদিন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি শাহরুখকে “ভাই” হিসেবে মনে করেন।
সামাজিক মাধ্যমে বলিউড কিং শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, “আমার ভাই শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা! আশা করি আপনি ভারতীয় সিনেমাকে আপনার প্রতিভা দিয়ে আরও সমৃদ্ধ করবেন।” প্রসঙ্গত, শাহরুখ খানের কলকাতার সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে।

