ক্রীড়া অবকাঠামোয় এক নতুন অধ্যায়ের সূচনা করল ক্যালকাটা টেবিল টেনিস ক্লাব। সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ক্লাবে উদ্বোধন হল চারটি অত্যাধুনিক STAG 1000 DX টেবিল টেনিস বোর্ড এবং একটি ডাবল হেডেড রোবট মেশিন। পশ্চিমবঙ্গ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন (WBIDFC)-এর CSR তহবিল থেকে এই যন্ত্রপাতি ক্লাবকে দান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট ও প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র, স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার, সংস্থার কোম্পানি সেক্রেটারি অনন্য কালী, এবং ভারতের প্রাক্তন আন্তর্জাতিক টেবিল টেনিস তারকা পৌলোমী ঘটক।
অনুষ্ঠানে রোবট মেশিনটির কার্যপ্রণালী প্রদর্শন করা হলে উপস্থিত অতিথিরা বিস্মিত হন। এই উন্নত প্রযুক্তির রোবট একসঙ্গে দুই দিক থেকে বল সার্ভ করতে পারে, বিভিন্ন গতি ও ঘূর্ণিতে বল পাঠিয়ে খেলোয়াড়দের প্রতিক্রিয়া ক্ষমতা, গতি এবং মনোসংযোগ বাড়াতে সাহায্য করবে। ক্লাব কর্তৃপক্ষের মতে, এটি নবীন ও অভিজ্ঞ দুই স্তরের খেলোয়াড়দের অনুশীলনে বিপ্লব আনবে। ৭ বার জাতীয় চ্যাম্পিয়ন পৌলোমী ঘটক বলেন, “আজকের দিনে খেলাধুলা কেবল প্রতিভা নয়, প্রযুক্তির সঙ্গে সমন্বয়ও সমান জরুরি। এই রোবট ও উন্নত বোর্ড শুধু ক্যালকাটা টেবিল টেনিস ক্লাব নয়, গোটা বাংলার পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের কাছে আশার আলো হয়ে উঠবে। আমাদের সময়ে এমন প্রযুক্তির সুযোগ ছিল না, এখনকার প্রজন্ম সেই স্বপ্ন আরও বাস্তবভাবে দেখতে পারবে।”
৮৩ বছর বয়সী প্রাক্তন টেবিল টেনিস কোচ এবং বর্তমানে ক্লাবের সম্পাদক রবি চ্যাটার্জি বলেন, “ক্যালকাটা টেবিল টেনিস ক্লাব সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ ছিল খেলাধুলার মানোন্নয়নে। এই নতুন রোবট মেশিন ও STAG 1000 DX বোর্ড আমাদের সেই অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণে প্রযুক্তির ভূমিকা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগে তারা আন্তর্জাতিক মানের অনুশীলনের সুযোগ পাবে। ভবিষ্যতে আমরা চাই ক্লাব থেকেই দেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড় তৈরি হোক। WBIDFC-র সহযোগিতায় এই আধুনিক সংযোজন সম্ভব হয়েছে। আমরা তাদের ধন্যবাদ জানাই এবং প্রতিশ্রুতি দিচ্ছি, টেবিল টেনিসে কলকাতাকে ভারতের শীর্ষে নিয়ে যেতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।” উদ্বোধনের শেষে ক্লাবের তরফে জানানো হয়, এই অত্যাধুনিক সরঞ্জামগুলো নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি রাজ্য ও জাতীয় স্তরের খেলোয়াড়দের জন্যও উন্মুক্ত রাখা হবে। ভবিষ্যতে এখান থেকে উঠে আসবে ভারতের নতুন প্রজন্মের চ্যাম্পিয়নরা—এই আশাতেই উচ্ছ্বসিত ক্রীড়ামহল।

