আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন হয়ে সুপার কাপে নেমেছে মোহনবাগান। একেবারে চ্যাম্পিয়ন দলের মতোই খেলল তারা। প্রথম ম্যাচে চেন্নাইয়িন এফসি-কে ২-০ ব্যবধানে হারিয়ে সুপার কাপ অভিযান শুরু করল সবুজ-মেরুন ব্রিগেড।
গোয়ার বৃষ্টিভেজা ফতোরদা স্টেডিয়ামে শুরু থেকেই চেন্নাইয়িন ডিফেন্সকে চ্যালেঞ্জ দিতে থাকে মোহনবাগান। তবে একেবারে শুরুতে ২ মিনিটের মধ্যে ফ্রিকিক পায় চেন্নাই। তবে বাগানের রক্ষণ তা সামলে নেয়। এরপর বল পেয়ে শুভাশিস বোস শট নেন, তা বাঁচিয়ে দেন চেন্নাই গোলকিপার নওয়াজ। ৯ মিনিটে আক্রমণে যান মনবীর সিং। ফের একবার নওয়াজের দক্ষ হাতে আটকে যায় বল। ফিরতি বলে লিস্টন কোলাসো শট নিলেও ব্যর্থ হয়। ৩৪ মিনিটে লিস্টনের ফ্রিকিক থেকে গোল করতে ব্যর্থ। ৩৮ মিনিটে দলের অজি স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধ শুরুর কিছু পরেই অনিরুদ্ধ থাপা বল বাড়িয়ে দেন ম্যাকলারেনকে। তবে প্রাক্তন মোহনবাগানী প্রীতম কোটাল বল আটকে দেন। ৬৭ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাকলারেন। মনবীরের ক্রস থেকে গোল করেন জেমি। মোহনবাগানের পরবর্তী ম্যাচ ২৮ অক্টোবর, প্রতিপক্ষ ডেম্পো স্পোর্টিং।

