সিডনি : সিডনিতে শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯ উইকেটে জিতেছে শুভমান গিলের দল। অস্ট্রেলিয়ার ২৩৬ রান ৬৯ বল বাকি থাকতে পেরিয়ে গেছে ভারত। প্রথম দুই ম্যাচে জেতা অস্ট্রেলিয়া সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
১২৫ বলে তিন ছক্কা ও ১৩ চারে ১২১ রানে অপরাজিত থাকেন রোহিত। ওয়ানডেতে ভারতের হয়ে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির তালিকায় তিনি উঠে এলেন দুই নম্বরে। ২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষে ৩৮ বছর ৩২৭ দিন বয়সে সেঞ্চুরি করে সবার উপরে আছেন শচীন টেন্ডুলকার। আর ৩৮ বছর ১৭৮ দিন বয়সে এদিন খেলতে নেমেছিলেন রোহিত। আর চার মেরে ম্যাচ শেষ করা কোহলি অপরাজিত থাকেন ৮১ বলে ৭৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪৬.৪ ওভারে ২৩৬ (মার্শ ৪১, শর্ট ৩০, রেশন ৫৬, হার্শিত ৮.৪-০-৩৯-৪, ওয়াশিংটন ১০-০-৪৪-২)
ভারত: ৩৮.৩ ওভারে ২৩৭/১ (রোহিত ১২১, কোহলি ৭৪; স্ হেইজেলউড ৬-১-২৩-১)
ম্যান অব দা ম্যাচ: রোহিত শর্মা
ম্যান অব দা সিরিজ: রোহিত শর্মা

