সমস্তিপুর : বিহারে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিহারের সমস্তিপুরের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, “গণতন্ত্রের মহা উৎসবের তোরণ বেজে উঠেছে। সমগ্র বিহার বলছে ‘ফের এক বার এনডিএ সরকার’।”
প্রধানমন্ত্রী বলেন, “আপনারা সকলেই ‘জিএসটি সাশ্রয় উৎসব’-এর সুবিধা পাচ্ছেন এবং আগামীকাল থেকে ছট পুজোর মহোৎসব শুরু হবে। এখানে বিপুল সংখ্যায় আসার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “জননেত্রী কর্পূরী ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা সুশাসনকে সমৃদ্ধিতে রূপান্তরিত করছি। কিন্তু অন্যদিকে, আরজেডি এবং কংগ্রেস কী বলছে এবং করছে তা আপনার আমার চেয়ে ভালো জানেন। এই লোকজন হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে জামিনে আছে। যারা জামিনে আছে তারা চুরির মামলায় জামিনে আছে। এখন তাদের চুরি করার অভ্যাস এমন যে তারা কর্পূরী ঠাকুরের উপাধি চুরি করতে ব্যস্ত। বিহারের মানুষ জননেত্রী কর্পূরী ঠাকুরের এই অপমান কখনই সহ্য করবে না। তারা কখনই তা সহ্য করবে না।”
ভারতরত্ন কর্পুরী ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী মোদীর। এদিন জনসভায় যোগ দেওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্তিপুরের কর্পুরী গ্রামে যান এবং ভারতরত্ন কর্পুরী ঠাকুরকে শ্রদ্ধা জানান। তিনি কর্পুরী ঠাকুরের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন এবং তাঁদের সঙ্গে মতবিনিময় করেন। উপস্থিতি ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।

