ব্যাক টু ব্যাক ডাক বিরাটের , এক ম্যাচ বাকি থাকতেই লজ্জার সিরিজ হার গিল বাহিনীর

টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজ ড্র করেছিলেন শুভমান গিল। কিন্তু ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁর যাত্রা শুরু হলো একেবারে লজ্জাজনকভাবে। তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারল ভারত। পারথের মতোই অ্যাডিলেডেও ব্যাটিং ভোগাল মেন ইন ব্লু-কে। বৃহস্পতিবার টস হার দিয়ে শুরু, যা গিলের ক্ষেত্রে টানা ১৭তম টস হার। টস হেরে আগে ব্যাট করতে নামে ভারত, কিন্তু অ্যাডিলেডের পিচ এদিন ব্যাটিংয়ের পক্ষে একেবারে ছিল না।

গত দু’দিনের বৃষ্টিতে পিচ ছিল স্যাঁতসেঁতে, যা কাজে লাগালেন অজি পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। রোহিত শর্মা ধৈর্য ধরে ইনিংস গড়ার চেষ্টা করেন, কিন্তু অপরপ্রান্তে অধিনায়ক শুভমান গিল মাত্র ৯ রান করে ত ফেরেন। পারফরম্যান্সে ধারাবাহিক ব্যর্থতা অব্যাহত থাকল বিরাট কোহলিরও—পারথের মতো অ্যাডিলেডেও তিনি শূন্য রানে আউট। তবে এক পর্যায়ে রোহিত ও শ্রেয়স আইয়ার মিলে দলকে স্থিতি দেন। রোহিত খেলেন ৯৭ বলে ৭৩ রানের লড়াকু ইনিংস, আর শ্রেয়সের ব্যাটে আসে ৭৭ বলে ৬১। অক্ষর প্যাটেলও ভালো শুরু করেও ৪৪ রানে থেমে যান। ইনিংসের একেবারে শেষে হর্ষিত রানা ও অর্শদীপ সিং নবম উইকেটে ৩৭ রানের জুটি গড়ে দলকে কিছুটা সম্মানজনক অবস্থানে নিয়ে যান। নির্ধারিত ৫০ ওভারে ভারতের ইনিংস শেষ হয় ২৬৪ রানে।

রান তাড়া করতে নেমে প্রথম দিকে খানিক চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৫৪ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড। কিন্তু এরপরই ম্যাথিউ শর্ট দুরন্ত ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচ ঘুরিয়ে দেন। তাঁকে দারুণ সঙ্গ দেন ম্যাট রেনশ ও কুপার কনোলি। ছোট ছোট ইনিংস গড়ে তাঁরা সহজেই লক্ষ্যে পৌঁছে যান। শেষ পর্যন্ত হাসতে হাসতে জেতে অস্ট্রেলিয়া, এবং এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেয়। এখন নজর শনিবারের সিডনির ম্যাচে—যেটি কার্যত নিয়মরক্ষার লড়াই। তবে ক্রিকেটমহলের চোখ থাকবে একটাই প্রশ্নে—অবশেষে কি এবার রান পাবেন বিরাট কোহলি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 4 =