মহিলা চিকিৎসককে হেনস্থার ঘটনায় বিক্ষোভ বামপন্থী সংগঠনের

উলুবেড়িয়া : হাওড়ার উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে হেনস্থার ঘটনায় বুধবার সকাল থেকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় সিপিএমের মহিলা, ছাত্র ও যুব সংগঠন। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার প্রতিবাদ জানাতে কলেজ কর্তৃপক্ষের কাছে আসেন চিকিৎসক সংগঠনের প্রতিনিধি দলও।

উল্লেখ্য, ঘটনাটি ঘটে কালীপুজোর রাতে। এক মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয় এক হোমগার্ডকে। চাঞ্চল্য ছড়ায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে।

শারীরিক নিগ্রহের পাশাপাশি তাঁকে ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সূত্রের খবর, রোগী দেখাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, পুলিশের পরিচয় দিয়ে ওই হোমগার্ড মহিলা চিকিৎসকের ওপর চড়াও হয়। তাঁকে মারধরও করা হয়। এমনকি বাধা দিতে গেলে দেওয়া হয় ধর্ষণের হুমকি বলে অভিযোগ। তরুণীর অভিযোগ, ঘটনার সময় সেখানে কোনও নিরাপত্তারক্ষী ছিল না, কাউকে ডেকেও সাহায্য পাওয়া যায়নি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 20 =