এশিয়া কাপ ফাইনালের পর তিন সপ্তাহ কেটে গেলেও বিতর্কের শেষ নেই। চ্যাম্পিয়ন ভারত এখনও হাতে পায়নি ট্রফি। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান এবং পাকিস্তানের মন্ত্রী মহসিন নকভি সেই ট্রফি ফেরত দেননি। ফাইনালে পাকিস্তানকে হারানোর পর পুরস্কার বিতরণী মঞ্চেই বিতর্কের সূত্রপাত। জানা গিয়েছে, সেখানে নকভি প্রকাশ্যে অপমানিত হন এবং এক ভারতীয় কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় ‘থাপ্পড়’ খান বলেও দাবি উঠেছে। এরপর থেকেই তিনি ট্রফি আটকে রাখেন নিজের কাছে এবং সেটিকে ‘চুরি’ করে রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
নকভির দাবি, ভারতীয় দলকে ট্রফি নিতে হলে তা নিতে হবে তাঁর হাত থেকে, তাও আবার বিশেষ অনুষ্ঠান করে। কিন্তু বিসিসিআই এই প্রস্তাবে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। বোর্ডের মতে, ভরা মঞ্চে যেখানে তারা পাকিস্তানি মন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে রাজি হয়নি, সেখানে আলাদা করে কোনও অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। তবে নিজেদের প্রাপ্য ট্রফি ফিরে পেতেই বিসিসিআই এখন আনুষ্ঠানিক পদক্ষেপ শুরু করেছে।
বোর্ড সচিব দেবজিৎ সইকিয়ার নেতৃত্বে বিসিসিআই ইতিমধ্যেই এসিসি প্রধান নকভিকে আনুষ্ঠানিক ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে জানানো হয়েছে, দ্রুত ভারতের হাতে ট্রফি হস্তান্তরের ব্যবস্থা করা হোক। সইকিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা নকভির উত্তরের অপেক্ষায় রয়েছেন। যদি তিনি কোনও প্রতিক্রিয়া না দেন, তাহলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হবে ভারতীয় বোর্ড।
সূত্রের খবর, নভেম্বরে আইসিসির বৈঠকের আগেই যদি ট্রফি না ফেরত আসে, তাহলে বিসিসিআই সেখানে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে। শুধু তাই নয়, নকভিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান পদ থেকে অপসারণের দাবি তোলারও প্রস্তুতি নিচ্ছে ভারত। জানা গিয়েছে, বর্তমানে ট্রফিটি এসিসির অফিসে তালাবদ্ধ করে রেখেছেন নকভি এবং নির্দেশ দিয়েছেন যেন তাঁর অনুমতি ছাড়া কেউ ট্রফিতে হাত না দেয়।
এখন দেখার বিষয়, বিসিসিআইয়ের ইমেলের পর নকভি কী পদক্ষেপ নেন। ট্রফি কি ফেরত আসবে ভারতের হাতে, নাকি এই বিতর্ক আরও জটিল রূপ নেবে—সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটবিশ্ব।

