দীর্ঘ বিরতির পর আবার টেস্ট ম্যাচের আয়োজক হতে চলেছে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স। আগামী ১৪ নভেম্বর থেকে ইডেনে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। প্রায় চার বছর পর কলকাতা আবার পাঁচদিনের ক্রিকেটের উত্তাপ অনুভব করবে। এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা।
সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) জানিয়েছে, সোমবার অর্থাৎ ২০ অক্টোবর দুপুর ১২টা থেকে শুরু হবে টিকিট বিক্রি। দীপাবলির শুভ মুহূর্তে টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শকরা এবার টিকিট কিনতে পারবেন ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো অ্যাপ থেকে। অনলাইনে কেনার সুবিধা থাকায় রাজ্যের বাইরের ক্রিকেটপ্রেমীরাও সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন।
টেস্ট ম্যাচের টিকিটের দামও রাখা হয়েছে যথেষ্ট সাধ্যের মধ্যে। একদিনের টিকিটের সর্বনিম্ন মূল্য ৬০ টাকা, যা সাধারণ দর্শকদের জন্য বড় সুযোগ। এছাড়া পাঁচদিনের সিজন টিকিট পাওয়া যাবে ৩০০, ৭৫০, ১০০০ ও ১২৫০ টাকায়। ফলে দর্শকরা চাইলে পুরো ম্যাচের আনন্দ নিতে পারবেন, আবার ইচ্ছে করলে নির্দিষ্ট দিনের জন্যও টিকিট কাটতে পারবেন।
প্রথমে পরিকল্পনা ছিল দীপাবলির পর থেকে টিকিট বিক্রি শুরু হবে, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে উৎসবের দিন থেকেই বিক্রি শুরু করার ঘোষণা করেছে সিএবি। বোর্ডের পক্ষ থেকে আশা করা হচ্ছে, উৎসবের আবহেই টিকিট বিক্রিতে ভিড় জমাবে হাজার হাজার সমর্থক।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে হোয়াইটওয়াশ করেছে ভারত। সেই সিরিজের দিল্লি টেস্টটি প্রথমে ইডেনে হওয়ার কথা থাকলেও পরে পরিবর্তিত সূচি অনুযায়ী ১৪ থেকে ১৮ নভেম্বর প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট অনুষ্ঠিত হবে কলকাতায়।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে। দক্ষিণ আফ্রিকা রয়েছে সপ্তম স্থানে। ফলে এই সিরিজ ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভমান গিলের নেতৃত্বে তরুণ ভারতীয় দল এবার ঘরের মাঠে শক্তিশালী শুরু করতে চায়।
দীর্ঘদিন পর ইডেনের গ্যালারিতে ফিরছে টেস্টের আবহ, ফিরবে পাঁচদিনের ক্রিকেটের নস্টালজিয়া। উৎসবের মরসুমে ক্রিকেটপ্রেমীদের জন্য এ যেন এক বাড়তি আনন্দের উপহার—ইডেনে ফের টেস্ট ক্রিকেটের প্রত্যাবর্তন।

