রহস্যঘন পোস্টে জল্পনা! ওয়ানডে থেকেও কি বিদায় নিচ্ছেন বিরাট কোহলি?

অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় দল। যদিও ফ্লাইট দেরিতে পৌঁছনোর কারণে বৃহস্পতিবার ভোররাতে শুভমান গিলরা পা রাখেন অজিভূমে। কিন্তু দলের সফর শুরু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন বিরাট কোহলি। নিজের এক রহস্যময় পোস্টে তিনি লিখেছেন— “তুমি সত্যি সত্যি তখনই ব্যর্থ হবে, যখন তুমি চেষ্টা করা ছেড়ে দেবে।” তাঁর এই দার্শনিক বার্তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়, আর শুরু হয় জল্পনা—এ কি তাঁর ক্রিকেট-জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত?

সম্প্রতি বিরাট কোহলি টেস্ট ও টি-২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটেও তাঁকে সেভাবে দেখা যায় না। এমনকি শোনা যাচ্ছে, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া নতুন চুক্তি নবীকরণের প্রস্তাবও তিনি নাকচ করে দিয়েছেন। ফলে, ভারতের ‘পোস্টার বয়’ খেতাব যেন ধীরে ধীরে তাঁর কাছ থেকে সরে যাচ্ছে। এই অবস্থায় হঠাৎ এমন একটি গভীর অর্থবহ পোস্ট করায় ক্রিকেটমহলে গুঞ্জন, হয়তো অস্ট্রেলিয়ার এই সিরিজই বিরাটের শেষ ওয়ানডে সিরিজ হতে পারে।

তবে বিরোধী তত্ত্বও কম নয়। বিরাটের ঘনিষ্ঠ মহল বলছে, তিনি নাকি এখনও ২০২৭ সালের বিশ্বকাপ খেলতে আগ্রহী। অভিজ্ঞ উইকেটকিপার দীনেশ কার্তিকের কথায়, কোহলি নাকি এখন থেকেই নিজের ফিটনেস ও মানসিক প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন। লন্ডনে ছুটি কাটাতেও প্রতিদিন অনুশীলন চালিয়ে গিয়েছেন তিনি। অর্থাৎ, তাঁর ‘ফাইটিং স্পিরিট’ এখনও অটুট। তাই অনেকের মতে, বিরাটের এই বার্তা আসলে নিজের লড়াই চালিয়ে যাওয়ার প্রতীক।

কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে ২০২৭-এর পরিকল্পনায় রেখেছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ তরুণদের দলে জায়গা করে দিতে অভিজ্ঞদের ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন ধারণাও জোরালো হচ্ছে। তাই হয়তো অস্ট্রেলিয়া সফর বিরাট ও রোহিত—দু’জনের জন্যই একপ্রকার অগ্নিপরীক্ষা। সিরিজ শেষে তাঁদের ভবিষ্যৎ নিয়েই হয়তো বোর্ড সিদ্ধান্ত নেবে।

অবশ্য অনেকেই মনে করছেন, কোহলির এই পোস্ট হয়তো নিছকই কোনও বিজ্ঞাপনী প্রচারের অংশ, কারণ ইদানীং তিনি সোশ্যাল মিডিয়ায় এমন দার্শনিক বার্তা খুব কমই দেন। কিন্তু ক্রিকেটভক্তদের কৌতূহল তাতে কমছে না। এখন সকলের একটাই অপেক্ষা—অস্ট্রেলিয়ার মাঠে ব্যাট হাতে পুরনো ‘কিং কোহলি’কে আবার দেখা যাবে কি না, নাকি এই সফরই তাঁর সাদা বলের বিদায়ের সূচনা? উত্তরটা সময়ই দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 20 =