মোহনবাগান সমর্থকদের প্রতিবাদে রণক্ষেত্র কিশোর ভারতী ক্রীড়াঙ্গন

বুধবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারাল মোহনবাগান। ম্যাচ শুরুর আগে থেকেই সমর্থকরা ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সমর্থকরা। গত ম্যাচেও একই চিত্র দেখা গিয়েছিল। মাঠের বাইরে পোস্টার পড়ল গোয়েঙ্কা, বিনয় চোপড়া ও ফুটবলার দিমিত্রি পেত্রাতোসের অপসারণের দাবি জানিয়ে। ম্যাচ চলাকালীন গ্যালারিতেও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করতে থাকেন সমর্থকরা। ম্যাচ শেষে রণক্ষেত্র কিশোর ভারতী। দিমিত্রির গাড়ি আটকে সমর্থকরা বিক্ষোভ দেখায়। সমর্থকদের আটকাতে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। উত্তপ্ত পরিস্থিতি হয়ে যায় গোটা স্টেডিয়াম জুড়ে। ১৫ বছর বয়সী এক বাগান সমর্থক পুলিশের আক্রমণের শিকার, আহতও হয়।

প্রতিবাদের আবহেও চড়ছে ডার্বির পারদ। ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান। শিল্ড ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মোহনবাগান। এদিন প্রথম একাদশে চারটি পরিবর্তন করতে হয় বাগান কোচ মোলিনাকে। মাঝমাঠে আপুইয়ার জায়গায় রিজার্ভ দলের ফুটবলার টংসিন সুযোগ পায়। বিশালের জায়গায় গোলকিপার জাইদকে খেলান মোলিনা। শুভাশিসের জায়গায় অভিষেক টেকচাম সিং এবং অনিরুদ্ধ থাপার জায়গায় অভিষেক সূর্যবংশী। প্রথমার্ধের শুরু থেকেই একাধিকবার আক্রমণ শানায় দিমিত্রি-কিয়ানরা। তবে ইউনাইটেড রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলছিল।

৪৫ মিনিট দিমির ফ্রি কিক বাঁচিয়ে গোলকিপার দেয় ইউনাইটেড গোলকিপার সুব্রত সাঁতারা। সেই বল পেয়ে রবসন বাড়িয়ে দেন কামিংসের উদ্দেশ্যে। কামিংসের ক্রস থেকে গোল করে বাগানকে এগিয়ে দেন দিমিত্রি। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে রবসনের ফ্রি-কিক যায় কামিংসের পায়ে। কামিংসের শট গোলকিপার বাঁচিয়ে দিলে, সেই ফিরতি বল ইউনাইটেড ডিফেন্ডার অঙ্কনের গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। মাঠের বাইরের প্রতিবাদ-বিক্ষোভের মাঝেও জয় অব্যাহত মোহনবাগানের। এদিনও দিমি-কামিংসরা গোল করে উচ্ছ্বাস প্রকাশ করলেন না, তারাও যেন সমর্থকদের প্রতি নীরব প্রতিবাদ জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + two =