রশিদ-বিষ্ণুর গোলে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল

মঙ্গলবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএফএ শিল্ডের ম্যাচে নামধারী এফসিকে ২-০ গোলে হারিয়ে শিল্ড ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোল করেন মহম্মদ রশিদ ও পিভি বিষ্ণু। গত ম্যাচে শ্রীনিধি ডেকানকে হারিয়ে ভালো ছন্দে ছিল অস্কারের দল। তবে নামধারীর বিরুদ্ধে দলের খেলা দেখে অনেক ইস্টবেঙ্গল সমর্থকরাই সন্তুষ্ট হতে পারছেন না।

পাঞ্জাবের দলের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিল ইস্টবেঙ্গল। ১৯ মিনিটেই গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। মিগুয়েলের হেড বারে লাগে। ফিরতি বল পেয়ে রশিদ জোড়ালো শট নেন, নামধারীর মিডফিল্ডার সেহাজদীপের পায়ে লেগে গোল হয়ে যায়। এদিন প্রথম একাদশে হামিদের বদলে ডেভিডকে খেলান অস্কার। তবে ডেভিডের খেলায় সেই ঝাঁজ খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুই উইং থেকে আক্রমণ চালিয়ে যায় লাল-হলুদ শিবির। ম্যাচের ৪১ মিনিটে ডেভিডের পাস থেকে পিভি বিষ্ণু নামধারীর ডিফেন্ডারকে টেনে নিয়ে জালে বল জড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা খেলা ধরেন নামধারীর ফুটবলাররা। তবে ইস্টবেঙ্গলও আক্রমণ চালিয়ে যায়। যদিও আর গোলের মুখ খুলতে পারেনি। ৫৫ মিনিটে বক্সের ভিতরে বাঁদিক থেকে বিষ্ণুর শট নামধারীর বলকরণ সিংয়ের গায়ে লেগে বেঁচে যায়। ৫৭ মিনিটে আক্রমণে যায় নামধারী। মাইকেল ওসেই শট নেন, লাল-হলুদ গোলকিপার গিলের ভুলে প্রায় গোল হয়েই যাচ্ছিল, রাকিপ বাঁচিয়ে দেন। ৬৬ মিনিটে মিগুয়েল ও ডেভিডকে তুলে হামিদ ও জেসিন টিকে -কে মাঠে নামান অস্কার। তবে দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল বেশ নিষ্প্রভ খেলে। ফাইনালে ডার্বির অপেক্ষায় বাংলার ফুটবল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 13 =