রঞ্জি মরশুম শুরুর আর মাত্র দুই দিন বাকি। সেই লক্ষ্যেই সোমবার সকাল থেকে ইডেন গার্ডেন্সে ঘাম ঝরাল বাংলা দল। প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লার তত্ত্বাবধানে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— তিন বিভাগেই ছিল নিবিড় অনুশীলন। দলের নেতৃত্বে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। তাঁকে ঘিরেই তৈরি হচ্ছে কৌশল। দলের অভিজ্ঞ পেসার আকাশদীপ সিং— শনিবার যোগ দেন ক্যাম্পে, যা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে শামির সোমবার যোগ দেওয়ার কথা হলেও তিনি দলের সাথে যোগ দেবেন মঙ্গলবার । সকালের সেশনে নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন ঈশ্বরণ, অনুস্টুপ মজুমদার ও সুদীপ ঘোরামি।
অন্যদিকে, সামি ও আকাশদীপের তীক্ষ্ণ ইনসুইং-আউটসুইংয়ে নতুন ব্যাটারদের যথেষ্ট পরীক্ষা দিতে হয়। কোচিং স্টাফের নজর ছিল ফিল্ডিংয়ের মান উন্নত করার দিকেও। বিশেষ অনুশীলনে সবাই অংশ নেন। বৃষ্টির কারণে গতকাল ইডেনের ইন্ডোরেই গা ঘামান ঈশ্বরনরা। শনিবার বাংলার অনুশীলনে ছুটি দেওয়া হয়। বোলিং বিভাগের পাশাপাশি ব্যাটিং বিভাগও শক্তিশালী। দীর্ঘ কয়েক দশকের ব্যর্থতা কাটিয়ে বাংলার আকাশে আলো ফোটে কিনা সেদিকেই তাকিয়ে বঙ্গ ক্রিকেটমহল। দলের পরিবেশ বেশ ইতিবাচক।
প্র্যাকটিস দেখতে এসে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “রঞ্জি বাংলা ক্রিকেটের গর্ব। এই দলকে আমি খুব ব্যালান্সড মনে করছি। সিনিয়র ও জুনিয়রদের মিশ্রণে দারুণ একটা ছন্দ তৈরি হয়েছে। ইডেনে এই অনুশীলনটাই হবে সফরের সঠিক রিহার্সাল। আমি বিশ্বাস করি, এই মরশুমে বাংলা সাফল্য আনবেই।” বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, “ আকাশদীপ দলে অভিজ্ঞতা ও গতি এনেছে। সামির উপস্থিতি তরুণ পেসারদের শেখার সুযোগ করে দেবে বলে আমার বিশ্বাস, আর আকাশদীপের ধারাবাহিকতা আমাদের বোলিং ইউনিটকে শক্তিশালী করছে। আমরা চাই, প্রথম ম্যাচ থেকেই বোলাররা নিজেদের ছন্দে থাকুক।” প্র্যাকটিস সেশনের পর ফিজিও ও ট্রেনার রঞ্জন চট্টোপাধ্যায়ের নির্দেশে ফিটনেস সেশনে অংশ নেন সব খেলোয়াড়। আগামিকাল টিম মিটিংয়ে চূড়ান্ত একাদশ নির্ধারিত হবে। দলের প্রত্যাশা— প্রথম ম্যাচ থেকেই ছন্দে ফেরা এবং সাফল্যের সূচনা করা।
বাংলার রঞ্জি ট্রফি স্কোয়াড
অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অভিষেক পোড়েল (সহঅধিনায়ক/উইকেটকিপার), সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত, সৌরভ কুমার সিং, বিশাল ভাটি, মহম্মদ সামি, আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল, শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), ঈশান পোড়েল, কাজি জুনেইদ সইফি, রাহুল প্রসাদ, সুমিত মোহান্তা ও বিকাশ সিং।

