বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পাকিস্তানের জ্যাভলিন থ্রো তারকা আরশাদ নাদিম। ফাইনালে কোনওরকমে জায়গা পেলেও শেষমেশ দশম স্থানে থেমে যান তিনি। মাত্র ৮২.৭৫ মিটার থ্রো করতে সক্ষম হন নাদিম। তাঁর এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণ জানতে চাইলে পাকিস্তান স্পোর্টস বোর্ড (পিএসবি)-এর তীব্র সমালোচনা করেন তাঁর কোচ সলমন ইকবাল।
সলমনের অভিযোগ, চোট কাটিয়ে ওঠার সময় নাদিমকে কোনও সাহায্যই করেনি পিএসবি বা পাকিস্তান অ্যাথলেটিক্স সংস্থা। তাঁর কথায়, “কাফ মাসলের সমস্যার কারণে অস্ত্রোপচার করতে হয়েছিল আরশাদের। রিহ্যাবের জন্য দক্ষিণ আফ্রিকায় যেতে হয়েছিল। কিন্তু খরচের ভার তুলেছিলেন নাদিমের এক ঘনিষ্ঠ বন্ধু— সরকার নয়।” তিনি আরও জানান, টোকিওর তীব্র গরম ও হার্ড ট্র্যাক নাদিমের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছিল।
২০২২ সালে কমনওয়েলথ গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ও রুপো জিতেছিলেন নাদিম। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন পাকিস্তানকে। সেই বিশ্বজয়ী অ্যাথলেটকে আজ বন্ধুর টাকায় রিহ্যাব করাতে হয়— এ নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ সলমন। তিনি আরও বলেন, “যখন নাদিম জেতে, তখন সবাই উৎসব করে। কিন্তু ব্যর্থ হলে কেউ পাশে থাকে না। সমর্থকদের উচিত কঠিন সময়েও তাঁর পাশে দাঁড়ানো।”
এই ঘটনায় স্পষ্ট হয়ে গেল, দেশের অন্যতম সেরা অ্যাথলেটের প্রতিও কতটা অবহেলা দেখাচ্ছে পাকিস্তান স্পোর্টস বোর্ড। আরশাদ নাদিমের সাম্প্রতিক ব্যর্থতা যেমন তাঁর শরীরের সমস্যার ফল, তেমনই সেটি দেশের ক্রীড়া প্রশাসনের অব্যবস্থার এক কঠিন প্রতিচ্ছবি।

