উত্তর প্রদেশে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, পায়ে গুলি চালিয়ে গ্রেফতার অভিযুক্তদের

নয়াদিল্লি : ফের উত্তর প্রদেশে গণধর্ষণের অভিযোগ। এক দলিত নাবালিকা ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ওই ছাত্রীর এক বন্ধুকে মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত পাঁচ জনের মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে রবিবার জানিয়েছে পুলিশ।

এই অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ। দুষ্কৃতীদের ধরার জন্য একাধিক টিম গঠন করা হয়। অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় দু’জনকে। ওই ঘটনায় অন্য অভিযুক্তরা হরনোই স্টেশনের কাছে আছে বলে জানার পরেই শনিবার রাতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশ সেখানে যেতেই মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে দু’জন। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলেও অভিযোগ। ফলে পাল্টা গুলি চালায় পুলিশ। এক অভিযুক্তের পায়ে গুলি লাগে। তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বেআইনি পিস্তল উদ্ধার হয়েছে। অন্য জন পালিয়ে গিয়েছে। তার খোঁজ চলছে। অন্য একটি এলাকা থেকে আর এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার এই গণধর্ষণের ঘটনা ঘটে সেখানকার বানথারা এলাকায়। ১৭ বছর বয়সি ওই ছাত্রী একাদশ শ্রেণির পড়ুয়া। শনিবার দুপুর ১২টা নাগাদ, এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বেড়িয়েছিল সে। এক বন্ধুর মোটরসাইকেলে করে যাচ্ছিল ওই ছাত্রী।

বানথারা এলাকার একটি পেট্রল পাম্পের কাছে ওই মেয়েটি তার বন্ধুর সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছিল। সেই সময়েই পাঁচ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের কাছে আসে। তারা ওই ছাত্রীর বন্ধুকে মারধর করে। ওই বন্ধু এলাকা থেকে পালিয়ে যায়। এর পর তারা ওই দলিত ছাত্রীকে ধর্ষণ করে বলেও অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =