বৃহস্পতিবার রাতে শহরে এসেছেন ইস্টবেঙ্গলের জাপানিজ ফরোয়ার্ড হিরোশি ইবুসুকি। শুক্রবার মেডিকেল টেস্ট সেরে শনিবারই অনুশীলনে নেমে পড়েছেন লাল-হলুদের দীর্ঘকায় এই ফরোয়ার্ড। প্রথম দিনের অনুশীলনেই স্বমহিমায় দেখা গেল হিরোশিকে। গোটা দলের সঙ্গে পুরোদমে ছিলেন, তবে প্রথম দিন বলে অপেক্ষাকৃত হালকা অনুশীলন করলেন। সেটপিস সহ সিচুয়েশন অনুশীলন সবেতেই হিরোশিকে ব্যবহার করলেন কোচ অস্কার ব্রুঁজো। জাপানিজ ফরোয়ার্ডও নিরাশ করলেন না। দুই পা সচল রেখে বাড়ানো ক্রস থেকে গোল করলেন। অবশ্য বেশ কিছু ক্ষেত্রে গোলের কাছে গিয়ে জালে বল জড়াতে ব্যর্থ হন তিনি। গত মে মাসে তিনি শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন। তারপর থেকে নিজেকে ফিটনেস ট্রেনিংয়ের মধ্যে রেখেছিলেন হিরোশি। আগামী ১৪ অক্টোবর আইএফএ শিল্ডে নামধারী এফসির বিরুদ্ধে ম্যাচে হিরোশিকে অস্কার নামায় কিনা সেটাই দেখার। আইএফএ -এর নিয়মানুযায়ী, ম্যাচের ২৪ ঘন্টা আগে কোনও খেলোয়াড়কে নথিভুক্ত করাতে হয়। ফলে হাতে এখনও সময় রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের।

