সানি সংস্কার কি তুলসী কুমারী : অষ্টম দিনে ধুঁকছে আয়ের গতি

মুম্বই : মুক্তির পর কেটেছে আটদিন। তবে দিন যত পেরোচ্ছে , কমছে আয়ের পরিমাণ । ধর্মা প্রোডাকশন প্রযোজিত ও শশাঙ্ক খৈতান পরিচালিত রোমান্টিক-ড্রামা ছবি সানি সংস্কার কি তুলসী কুমারী মুক্তি পেয়েছে ২ অক্টোবর।

তবে মুক্তির পর প্রথম কয়েকদিন বেশ সাফল্য অর্জন করলেও , অষ্টম দিনে ধুঁকছে আয়ের গতি। তেমনটাই জানা যাচ্ছে বক্স অফিস পরিসংখ্যান থেকে ।

বক্স অফিসের তরফে জানা গেছে, অষ্টম দিনে ছবিটির মোট আয় ২ কোটি টাকা । এখনও পর্যন্ত ছবির মোট আয় ৪০.৭৫ কোটি টাকা। প্রযোজক মহল জানিয়েছে , ছবিটির মোট বাজেট ছিল ৮০ কোটি টাকা। তবে আয়ের ধীর গতির কারণে পরিচালক থেকে প্রযোজক মহল, সবার কপালেই দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 6 =