সুদানে ১৬ হাজার ভেড়া নিয়ে জাহাজডুবি

সুদানের (Sudan) সুয়াকিন বন্দরে ১৫ হাজারেরও বেশি ভেড়া নিয়ে ডুবে গিয়েছে একটি বাণিজ্যিক জাহাজ। তবে এ দুর্ঘটনায় জাহাজের সব ক্রু অক্ষত আছেন। রবিববার লোহিত সাগরে অবস্থিত সুয়াকিন বন্দর থেকে বদর-১ জাহাজটি সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ধারণক্ষমতার অতিরিক্ত প্রাণী বহন করায় সেটি ডুবে যায়।

নাম প্রকাশ না করার শর্তে বন্দরের এক কর্মকর্তা জানান, জাহাজটিতে ১৫ হাজার ৮০০ ভেড়া ছিল, যদিও জাহাজটি ৯ হাজার ভেড়া বহন করতে সক্ষম। জাহাজের সব ক্রুকে উদ্ধার করা হয়েছে জানিয়ে আরেক কর্মকর্তা এ দুর্ঘটনার অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ডুবে যাওয়া জাহাজটি বন্দরের কার্যক্রমকে ব্যাহত করবে। একসঙ্গে এতো প্রাণীর মৃত্যুর ফলে এর প্রভাব পরিবেশের ওপরও পড়বে। সুদানের রপ্তানিকারক সংস্থার প্রধান ওমর আল-খলিফা বলেন, জাহাজটি ডুবতে কয়েক ঘণ্টা সময় লাগে, যার অর্থ চেষ্টা করলে সেটিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচানো যেত। এনিয়ে সুদানের প্রাণীসম্পদ বিভাগের প্রধান সালেহ সেলিম বলেন, এ জাহাজডুবির ঘটনায় ৩৭ লাখ ডলারের ক্ষতি হয়েছে। এ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 2 =