অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর কেতুগ্রামের গৃহবধূ রেণু খাতুন সুস্থ হয়ে ফিরল বাড়ি। একদিকে যেমন নিজেও খুশি, খুশি হাসপাতালের ডাক্তাররাও। মুখ্যমন্ত্রী সহ স্বাস্থ্য দপ্তর এবং এই বেসরকারি হাসপাতালের প্রশংসা করলেন রেণু। রেণু বললেন, নতুন জীবন তিনি ফিরে পেয়েছেন। স্বাস্থ্য সাথী কার্ডেই তার অপারেশন হয়েছে, হয়েছে সম্পূর্ণ চিকিৎসাও। যে টাকা সে প্রথমে জমা দিয়েছিল তার পরিবারের লোকজনকে সেই টাকা হাসপাতালে তরফ থেকে ফেরত দেওয়া হয়েছে। শ্বশুরবাড়ি আর ফিরতে চায় না রেণু। স্বাস্থ্য কর্মী হিসেবেই ফের নতুন করে জীবন যুদ্ধ শুরু করতে চায় রেণু, এমনই জানালেন সকলকে।