করবা চৌথ রাখলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া (Priynka Chopra) । বিবাহ সূত্রে প্রিয়াঙ্কা আমেরিকা থাকলেও দিল হ্যায় হিন্দুস্তানি। স্বামী নিক জোনাসের জন্য করলেন করবা চৌথের মেহেন্দি। হিন্দিতে লিখলেন নিকের নাম। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি। ছবিতে দেখা গেল হিন্দি তে লেখা ‘নিকোলাস’। নিকের পুরো নাম এটি। নেটিজেনদের বক্তব্য, সাত সমুদ্র তেরো নদী পাড়ে থাকলেও নিজের সংস্কৃতি ভোলেননি দেশি গার্ল।
প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর একরত্তি মেয়েও হাতে মেহেন্দি করেছে। সংবাদমাধ্যম সাক্ষাৎকারে দেশি গার্ল একবার বলেছিলেন, আমরা দু’জন ধর্মীয় ভাবে অন্য সংস্কৃতিতে বড় হলেও বিশ্বাসের একটাই রাস্তা যা ভগবানের কাছে নিয়ে যায়। আমরা সবাই একই দিকে এগোচিছ। আমরা দু’জন এটাই বিশ্বাস করি।

