কলকাতার দুটি ঠিকানায় তল্লাশি ইডি-র

কলকাতা : বুধবার কলকাতার দুটি ঠিকানায় তল্লাশি চালান ইডির আধিকারিকরা। আর্থিক দুর্নীতির মামলায় সল্টলেকের সিএফ ব্লকের একটি আবাসনে তল্লাশি অভিযান ইডির। বুধবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ওই অভিযান চলে এক ব্যক্তির ফ্ল্যাটে।

তিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বলে জানা গিয়েছে। একই সঙ্গে কলকাতার কিরণশঙ্কর রায় রোডে ওই ব‍্যক্তির অফিসেও যান ইডি অফিসাররা। বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখেন।

এছাড়াও, হায়দরাবাদ ও আহমেদাবাদে একযোগে তল্লাশি ইডির। জানা গেছে, মাস খানেক আগে গ্রহ-রত্ন বিক্রির নামে আর্থিক তছরূপের অভিযোগ প্রকাশ্যে আসে। প্রাথমিকভাবে অভিযোগ ছিল, কম দামী রত্ন দিয়ে বেশি টাকা নেওয়া হয়েছে। পরবর্তীতে ৩৫০ কোটি টাকা তছরূপের অভিযোগ ওঠে। তদন্তকারী সংস্থার সূত্রে জানানো হয়েছে, যে ৩৫০ কোটি টাকা বিদেশে পাঠানোর অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রহ-রত্নের বিক্রির নামে বিদেশি মুদ্রা তছরূপের সঙ্গে আর কারা জড়িত, কীভাবে কাজ চলত, কাদের মাধ‍্যমে টাকা হাত বদল হয়েছে অর্থাৎ সবমিলিয়ে কীভাবে চক্র কাজ করত জানার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 7 =