প্রথম ছবি ব্লক ব্লাস্টার, দ্বিতীয় ছবি সাইন করলেন আহান, কে বিপরীতে?

বক্স অফিসে সাঁইয়ারা ব্লকব্লাস্টারের পর দ্বিতীয় ছবি সাইন করলেন আহান পান্ডে (Ahaan Pandey)। দ্বিতীয় ছবি আবার যশরাশ ব্যানারে। শোনা যাচেছ, আহানের দ্বিতীয় ছবি ডিরেক্টর আলি আব্বাস জাফর, যিনি এর আগে ব্লক ব্লাস্টার সিনেমা সুলতান, টাইগার জিন্দা হ্যায়র মতো সিনেমায় ডিরেকশন দিয়েছেন। তবে, আহানের বিপরীতে কাকে দেখা যাবে তা নিয়ে জল্পনা ছিল। ছবি নির্মাতা সূত্রে জানা গিয়েছে, আহানের বিপরীতে জুটি বাঁধছেন শর্বরী (Sharvari)।

অনীত পাড্ডার (Aneet Padda) সঙ্গে জুটি সাফল্যের পর শর্বরীর সঙ্গে কেমিস্ট্রি তৈরি করতে চলেছেন আহান। শোনা যাচেছ, শর্বরীও সিনেমার জন্য চূড়ান্ত হয়ে গিয়েছেন। ‘সাঁইয়ারা’র ব্যাপক সাফল্যের পর জেন-জি’র কাছে আহান এখন সবথেকে এগিয়ে। শর্বরীর ঝুলিতেও রয়েছে ১০০ কোটির ক্লাবে নাম লেখানো সিনেমা ‘মুঞ্জা’। বক্স অফিসের অভিমত, দু’জন ভালো অভিনেতা, ভালো অভিনয় দিয়ে দর্শকদের হলে টেনে আনতে বাধ্য করেন’।
সিনেমার নাম নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে, শোনা যাচেছ আগামী বছরের মার্চে শুটিং শুরু হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =