গোপনে বাগদান সেরেছেন বিজয়-রাশ্মিকা, কবে বিয়ে জানাল বিজয়ের টিম…

দীর্ঘদিন প্রেমের পর বাগদান সেরেছেন বিজয় দেবরকোন্ডা (Vijay Devarkonda) ও রাশ্মিকা (Rashmika Mandanna) । সবটাই হয়েছে গোপনে ও আড়ালে। দুই তারকার কেউ প্রকাশ্যে আনেননি সেই ছবি। তবে, ইন্টারনেট জুড়ে রয়েছে তাদের বাগদানের খবর। সূত্র বলছে, আংটিবদল করে বিয়ের দিনক্ষণও পাকা করে ফেলেছেন তারকাজুটি।
সম্প্রতি, বিজয়ের টিম সূত্রে জানা গিয়েছে আগামী বছর ২০২৬ সালে ফেব্রুয়ারিতে সাত পাকে ঘুরতে চলেছেন এই জুটি। শনিবার সকালে বিজয়ের টিম বিয়ের খবরে শিলমোহর দিয়েছে।

খবর ছড়ায় যখন অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের শাড়িতে ধরা দিচিছলেন। একটি লাল রঙের শাড়িতেও দেখা যায়ে রাশ্মিকাকে। তিনি লেখেন, এই বছর আমি খুব খুশি কারণ আপনারা আমার সিনেমা ‘থাম্মা’কে এত ভালোবাসা দিচেছন। আপনাদের শুভেচছা বার্তা, আপনাদের ভালোবাসা আমার প্রত্যেক মুহূর্তকে স্পেশ্যাল করে। খুব তাড়াতাড়ি প্রোমোশনে দেখা হবে।

প্রসঙ্গত, বিজয় ও রাশ্মিকা ২০১৮ সালে ‘গীতা গোবি¨ম’ সিনেমার শুটিংয়ে প্রথম পরিচিত হন, এরপর একসঙ্গে ‘ডিয়ার কমরেড’ সিনেমায়। সেই থেকে প্রেমের শুরু বলে খবর। খুব তাড়াতাড়ি রাশ্মিকাকে দেখা যাবে কমেডি-হরর সিনেমা ‘থাম্মা’তে, বিপরীতে রয়েছেন আয়ুষ্মান খুরানা। বিজয় ব্যস্ত আছেন তার পরবর্তী প্রজেক্ট ভিডি ১৪ নিয়ে, বিপরীতে রাশ্মিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =