দিপাবলীতে বক্স অফিসে ধামাকা, কী কী সিনেমা মুক্তি পাবে?

উৎসবের মরশুমে বক্স অফিসে ধামাকা চলছে, দিপাবলীতে পর পর মুক্তি পাবে বলিউডের বেশ কিছু সিনেমা। অ্যাকশন, কমেডি, হরর, রোমান্স, ক্রাইম মিলে দর্শকদের উপহার দিতে আসছে বেশ কিছু সিনেমা।

আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana) ও রাশ্মিকা মা¨ানা (Rashmika Mandana) অভিনীত ‘থাম্মা’ (Thamma) মুক্তি পাবে চলতি মাসের ২১ অক্টোবর। এটি একটি হরর-কমেডি সিনেমা। সিনেমায় আয়ুষ্মান ও রাশ্মিকা ভাম্পায়ের চরিত্রে অভিনয় করবেন। ট্রেলার প্রকাশ্যে আসতেই দর্শকরা প্রচুর ভালোবাসাও দিয়েছেন। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল, নওয়াজউদ্দিন সিদ্দিকি, ও পঞ্চায়েত সিরিজ খ্যাত ফয়জল মালিক। ‘মুঞ্জা’ ডিরেক্টর আদিত্য সরপোতদার এই সিনেমায় ডিরেকশন দিচেছন।
একইদিনে মুক্তি পাবে হর্ষবর্ধন রানে ও সোনম বাজওয়ার ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ (Ek Deewane Ki Deewaniyat)। ট্র্যাজিক লাভ স্টোরি এটি, সোনম এর আগে হাউসফুল ৪, বাগী ৪ এর মতো ছবিতে অভিনয় করেছেন।

১৭ অক্টোবর মুক্তি পাবে আরশাদ ওয়ারসি, জিতেন্দ্র কুমার অভিনীত ‘ভাগয়াত চ্যাপ্টার ১: রাক্ষস’ (Bhagwat: Chapter 1 – Raakshas), এটি একটি ক্রাইম বেসড সিনেমা। আরশাদ ও জিতেন্দ্রকে একে অপরের বিপক্ষে দেখা যাবে। যদিও এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম জি ৫এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =