উৎসবের মরশুমে বক্স অফিসে সানি ও তুলসি, কত আয় হল?

উৎসবের মরশুমে মুক্তি পেল বরুণ ধাওয়ান (Varun Dhawan) ও জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) অভিনীত ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ (Sunny Sanskari Ki Tulsi Kumari) । ২ অক্টোবর অর্থাৎ গান্ধির জন্মদিনে মুক্তি পেল এই ছবি, অন্যদিকে গোটা ভারতবর্ষেই চলছে নবরাত্রি ও বিজয়া দশমীর উৎসব। মুক্তির প্রথম দিনে ১০ কোটির ব্যবসা করেছে ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’। পাশাপাশি, একই দিনে মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘কান্তারা চ্যাপ্টার ১’।

উৎসবের মরশুমে ছবির প্রতি দর্শকরা আগ্রহী নাহলেও উইকএন্ডে ভালো ব্যবসা হবে বলে আশা রাখছেন হল কর্তৃপক্ষ।

ধর্মা প্রোডাকশনের তৈরি ও শশাঙ্ক খৈতানের নির্দেশনায় ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ সিনেমায় এই নিয়ে দ্বিতীয়বার জুটি বেঁধেছেন বরুণ ও জাহ্নবী। যদিও, বরুণের অভিনয়ের গ্রাফ কিছুটা নিম্নগামী হওয়ায় এই সিনেমার সাফল্য তাঁর কেরিয়ার গ্রাফকে সঠিক দিশা দেবে বলেই মনে করছেন অনেকে। যদিও, সিনেমার ট্রেলার ও গান মানুষকে আকর্ষণ করলেও সিনেমার ১০০ কোটির ক্লাবে নাম লেখাতে পারে কিনা তা সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =