কলকাতা : দুর্গাপুজোর ভিড় কমার আশঙ্কায় একাদশীর দিন শুক্রবার (৩ অক্টোবর, ২০২৫) ব্লু লাইনে নিয়মিত ২৭২-এর বদলে চলবে ২৩৬টি মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই দিন ১১৮ আপ এবং ১১৮ ডাউন—মোট ২৩৬টি পরিষেবা চালানো হবে।
প্রথম মেট্রো ছাড়বে:
সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম (কোনো পরিবর্তন নেই)
সকাল ৬টা ৫৪ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (কোনো পরিবর্তন নেই)
সকাল ৬টা ৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (কোনো পরিবর্তন নেই)
সকাল ৬টা ৫৫ মিনিটে মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর (কোনো পরিবর্তন নেই)
শেষ মেট্রো ছাড়বে:
রাত্রি ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (কোনো পরিবর্তন নেই)
রাত্রি ৯টা ৩২ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (কোনো পরিবর্তন নেই)
রাত্রি ৯টা ৪৪ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দমদম (কোনো পরিবর্তন নেই)
এছাড়াও গ্রিন লাইন, ইয়েলো লাইন, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে ওই দিন স্বাভাবিক পরিষেবাই থাকবে বলেই মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

