প্রয়াত পন্ডিত ছান্নুলাল মিশ্র, বৃহস্পতিবার সন্ধ্যায় শেষকৃত্য কিংবদন্তি ধ্রুপদী সঙ্গীতশিল্পীর, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : দশমীর দিন সঙ্গীতজগতে দুঃসংবাদ। প্রয়াত কিংবদন্তি ধ্রুপদী সঙ্গীতশিল্পী পণ্ডিত ছান্নুলাল মিশ্র। ঠুমরি গানের জন্যেই ভারতীয় সঙ্গীতদুনিয়ার এক অন্যতম দিকপাল হিসেবে নাম লিখিয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। বৃহস্পতিবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পণ্ডিত ছান্নুলাল মিশ্র। বৃহস্পতিবার সন্ধ্যায় কাশীর মণিকর্ণিকা ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

জানা গিয়েছে, দিন কয়েক আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পণ্ডিত ছান্নুলাল মিশ্র। তবে চিকিৎসায় সাড়া দিয়ে তাঁর শরীরও সুস্থ হয়ে যায়। বাড়িও ফেরেন তিনি। তবে বৃহস্পতিবার ইহকালের মায়া ত্যাগ করে পরলোকের উদ্দেশে রাওনা হলেন সঙ্গীতশিল্পী।

পণ্ডিত ছান্নুলাল মিশ্রের জন্ম আজমগড় জেলার একটি গ্রামে। তিনি তাঁর বাবার কাছ থেকে প্রাথমিকভাবে সঙ্গীতের তালিম পান। পরে, তিনি বারাণসীতে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত শিক্ষালাভ করেন। তাঁর সঙ্গীত চর্চা এবং তার স্বতন্ত্র ঠুমরি শৈলী দিয়ে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া।

পন্ডিত ছান্নুলাল মিশ্রর প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রখ্যাত ধ্রুপদী শিল্পী পণ্ডিত ছান্নুলাল মিশ্রর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী জানান, প্রখ্যাত ধ্রুপদী গায়ক পণ্ডিত ছান্নুলাল মিশ্রের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ভারতীয় শিল্পকলা ও সংস্কৃতির সমৃদ্ধিতে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি কেবল ধ্রুপদী সঙ্গীতকে জনসাধারণের কাছেই পৌঁছে দেননি, বরং বিশ্ব মঞ্চে ভারতীয় ঐতিহ্য প্রতিষ্ঠায়ও অমূল্য অবদান রেখেছেন। আমি ভাগ্যবান যে আমি সর্বদা তাঁর ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছি। ২০১৪ সালে তিনি বারাণসী আসনের জন্য আমার প্রস্তাবকও ছিলেন। এই শোকের সময়ে আমি তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাই। ওম শান্তি!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 14 =