সঙ্ঘের শতবর্ষের যাত্রা ত্যাগ, অনুশাসন ও দেশ সেবায় সমর্পিত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী দেশের প্রতি আরএসএস-এর অবদান তুলে ধরে একটি বিশেষভাবে ডিজাইন করা স্মারক ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করেন। দিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস-এর সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে বলেন, সঙ্ঘের শতবর্ষের যাত্রা ত্যাগ, অনুশাসন ও দেশ সেবায় সমর্পিত। প্রধানমন্ত্রীর কথায়, “আগামীকাল বিজয়াদশমী, একটি উৎসব যা মন্দের ওপর ভালোর জয়, অন্যায়ের ওপর ন্যায়ের জয়, মিথ্যার ওপর সত্যের জয় এবং অন্ধকারের ওপর আলোর বিজয়ের প্রতীক। ১০০ বছর আগে এই দিনে একটি সংগঠন হিসেবে আরএসএসের প্রতিষ্ঠা কোনও কাকতালীয় ঘটনা ছিল না।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আরএসএস-এর মধ্যে বিভিন্ন সংগঠন জীবনের প্রতিটি অংশের জন্য কাজ করে দেশের সেবা করে।

আরএসএসের আরও অনেক উপ-সংগঠন রয়েছে, কিন্তু সংগঠনের মধ্যে কোন দু’টি উপ-সংগঠন পরস্পর বিরোধিতা করে না বা একে অপরের সঙ্গে বিভাজন করে না। আরএসএস-এর মধ্যে সমস্ত উপ-সংগঠনের লক্ষ্য এবং সারমর্ম একই- নেশন ফার্স্ট।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =