
গুয়াহাটি : মঙ্গলবার রাতে গুয়াহাটিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতিতে ৫৯ রানে জিতেছে ভারত। বৃষ্টির বাধায় ৪৭ ওভারে নেমে আসা লড়াইয়ে ২৬৯ রান করে শ্রীলঙ্কানদের ২১১ রানে থামিয়ে দেয় ভারত। বোলারদের চেষ্টায় শ্রীলঙ্কাকে হারিয়ে মহিলা বিশ্বকাপ শুরু করল ভারত।
ভারতের এই জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন দীপ্তি। ছয়ে নেমে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। পরে অফ স্পিনে ৫৪ রানে নেন ৩ উইকেট। এর ফলে দলকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন এই অলরাউন্ডার।
আর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ১ ছক্কা ও ৫ চারে ৫৭ রান করেন আমানজোত। দীপ্তির সঙ্গে গড়েন ১০৩ রানের জুটি।
ভারতের হয়ে দুটি করে উইকেট নেন স্নেহ রানা ও শ্রী চারানি।
এদিকে শ্রীলঙ্কার ইনিংসে ফিফটি করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৪৩ রান করেন অধিনায়ক চামারি আতাপাত্তু।

