নয়াদিল্লি : কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেতা তথা গায়ক পবন সিং। মঙ্গলবার দিল্লিতে নাড্ডার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন পবন সিং।
এই সাক্ষাতের পর পবন সিংয়ের পুনরায় বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন পবন সিং। নাড্ডার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একাধিক প্রশ্নের সম্মুখীন হন পবন। বিজেপিতে আবারও যোগদানের বিষয়ে অভিনেতা ও গায়ক পবন সিং বলেন, “আমরা কখন আলাদা হয়েছি? আমরা একসঙ্গেই আছি।”
এদিকে, ভোজপুরী চলচ্চিত্র সুপারস্টার পবন সিং ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) ফিরে এসেছেন বলে জানিয়েছেন বিহারে দলের ভারপ্রাপ্ত নেতা বিনোদ তাওড়ে। তাওড়ে বলেন, “পবন সিং বিজেপিতে ফিরে এসেছেন।
তিনি আগেও আমাদের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন।” যদিও, পবন সিং এখনও নির্দিষ্টভাবে এই বিষয়ে কোনও বিবৃতি দেননি। জল্পনা শুরু হয়েছে, তিনি বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

