পাটনা : বিহারে চূড়ান্ত সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। গত কয়েক মাস ধরেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন চলছে। তার পরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল আগস্টে।
এক মাস নাম তোলা বা অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হয়েছিল ভোটার এবং রাজনৈতিক দলগুলিকে। সেই সব খতিয়ে দেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলো মঙ্গলবার।
সামাজিক মাধ্যমে নির্বাচন কমিশন জানিয়েছে, বিশেষ নিবিড় সংশোধনের পর মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যে কোনও ভোটার প্রদত্ত লিঙ্কের মাধ্যমে ভোটার তালিকায় নিজেদের নামের বিবরণ দেখতে পারবেন।

