কলকাতা : ষষ্ঠী ও সপ্তমীতে বৃষ্টি বড় বাধা হয়ে ওঠেনি। তাই ভিড় জমেছে মণ্ডপে মণ্ডপে, ভক্তি আর আনন্দে মাতোয়ারা বাঙালি। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, মহাষ্টমী থেকে আবার বাড়তে চলেছে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আন্দামান সাগরের উত্তর অংশে ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে নবমীর দিন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে।
এই নিম্নচাপের হাত ধরেই দশমী থেকে রাজ্য জুড়ে নামবে প্রবল বৃষ্টি। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুত্-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষত পূর্ব মেদিনীপুর, হুগলি ও দুই ২৪ পরগনায় ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়ে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আজ মহাষ্টমীর আকাশ আংশিক মেঘলা থাকবে, দুপুর থেকে সন্ধে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও আবহাওয়া খারাপের ইঙ্গিত স্পষ্ট। আজ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও নবমী ও দশমীতে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ প্রায় সব জেলাতেই প্রবল বর্ষণের পূর্বাভাস।
অতএব, ষষ্ঠী-সপ্তমীতে আবহাওয়া সদয় থাকলেও অষ্টমী থেকে দশমী পর্যন্ত পুজোর আনন্দে ছেদ পড়তে পারে। তবুও, ভক্তদের আশা—মা দুর্গার অঞ্জলি আর সন্ধিপুজোর মাহাত্ম্য ভিজিয়ে দেবে না প্রকৃতির এই রুষ্ট রূপ।

