মালদা: সোমবার সকালে পুরাতন মালদা শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাচামারি হালদারপাড়ায় একই পরিবারের মা, মেয়ে ও ছেলের মৃতদেহ উদ্ধার হয়। মৃতরা হলেন, রূপালী হালদার (২৭) এবং তাঁর দুই সন্তান, অয়ন হালদার (৬) ও ছয় মাসের মেয়ে রিমি হালদার। মালদা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় রূপালী হালদারের স্বামী অসিত হালদারকে আটক করা হয়েছে।
এদিন শোওয়ার ঘর থেকে তিনজনের দেহ উদ্ধার করেছে পুলিশ। ঠিক কী কারণে এমন ঘটনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি আত্মহত্যা হতে পারে।
প্রতিবেশীদের অনেকে মনে করছেন, হয়তো মা রূপালী হালদার তাঁর দুই সন্তানকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন। তবে রহস্য তৈরি হয়েছে রূপালী হালদারের স্বামীর ভূমিকা নিয়ে। তিনি পাশের ঘরেই ছিলেন, অথচ কী করে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার আসল কারণ জানতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং আটক ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

