নয়াদিল্লি : তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
সোমবার সকালে সবুজ পতাকা নেড়ে নতুন এই তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার শুভ সূচনা করেছেন অশ্বিনী বৈষ্ণব। এই নতুন তিনটি ট্রেন হল – দারভাঙ্গা-আজমের (মাদার রেলওয়ে স্টেশন), মুজফ্ফরপুর-হায়দরাবাদ (চারলাপল্লী রেলওয়ে স্টেশন) এবং ছাপরা-দিল্লি (আনন্দ বিহার টার্মিনাল) বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।
নতুন এই তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনার ফলে উৎসবের মরশুমে উপকৃত হবেন যাত্রীরা।

