
টুর্নামেন্টের শুরু থেকেই ফেভারিট ধরা হচ্ছিল ভারতকে। দুর্দান্ত পারফরম্যান্সে প্রত্যাশা বাড়িয়েছিলেন অভিষেক শর্মারা। গ্রুপ এবং সুপার ফোরে সব ম্যাচে জয়। শ্রীলঙ্কা ম্যাচে কিছুটা চ্যালেঞ্জের সামনে পড়েছিল ভারত। শেষ অবধি সুপার ওভারে জয়। আলোচনা চলছিল, চ্যাম্পিয়ন হলে ভারতীয় দল ট্রফি নেবে কি না। তার অন্যতম কারণ মহসিন নকভি। পাকিস্তানের মন্ত্রী তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানও। সেই মহসিন নকভি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রধান। ফলে চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে দিতে মঞ্চে উপস্থিতও ছিলেন। কিন্তু ভারতীয় দল ট্রফিই নিল না তাঁর হাত থেকে।

