কারুর ও নয়াদিল্লি : তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪০।
কারুরের কালেক্টর এম থাঙ্গাভেল রবিবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “এখনও পর্যন্ত পদপিষ্ট হয়ে মোট ৪০ জন মারা গেছেন। মুখ্যমন্ত্রী রাতেই তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেন। তিনি নিহতদের জন্য ১০ লক্ষ টাকা এবং চিকিৎসাধীনদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। হাসপাতালে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

